ওটিটি প্ল্যাটফর্ম চরকির যাত্রা শুরু হয়েছে গত মাসে। শুরু থেকেই দারুণ সব মৌলিক সিরিজ, ওয়েব ফিল্ম নিয়ে আলোচনায় তারা। সুস্থ ধারার বিনোদনের পসরা সাজিয়ে বসেছে চরকি। দর্শকও সাদরে গ্রহণ করে নিয়েছে তাদের।
এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে এলো চরকি। ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি করলেন ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। আগস্টের ১৯ তারিখ সেটা অবমুক্ত করা হয় চরকিতে।
সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করা চার বন্ধুর সুখ দুঃখ আর ভ্রমণের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নেটওয়ার্কের বাইরে’। দেশের অন্যতম সুন্দর পর্যটন এরিয়া কক্সবাজার ও সেন্টমার্টিনে ধারণ করা হয়েছে সিনেমার বেশিরভাগ দৃশ্য। এতে ফুটে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্য। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তরুণ। শরিফুল রাজ, খায়রুল বাসার, ইয়াশ রোহান, নাজিয়া হক অর্ষা, নাজিফা তুষি, তাসনিয়া ফারিন, জোনায়েদ বোগদাদীরা মন ছুঁয়েছে সবার।
সিনেমাটি নিয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, নেটওয়ার্কের বাইরের জন্য চমৎকার সাড়া পাচ্ছি। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মের বাংলা অরিজিনাল কনটেন্টের জন্য আশানুরূপ সাড়া জাগাবে। শুভকামনা রইলো নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবং তার ইউনিটের প্রতি।