দারুণ জয়ে বছর শেষ করল পিএসজি

0
দারুণ জয়ে বছর শেষ করল পিএসজি

২০১৭ সালে নিজেদের শেষ ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে কাঁকে হারায় কাভানি-এমবাপেরা। ফরাসি লিগ ওয়ানে দারুণ এক জয়ে বছর শেষ হলো পিএসজির।
দারুণ জয়ে বছর শেষ করল পিএসজি

বুধবার রাতের ম্যাচে প্রথমার্ধে নিজেদের খুঁজে না পেলেও এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় উনাই এমেরির দল। প্রথমার্ধের ২১তম মিনিটের কাভানির বল জালের দেখা পায়।

এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ গোল করেছেন কাভানি। পরে নিজের ১৯তম জন্মদিনের এই ম্যাচে দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুন করে কিলিয়ান এমবাপে।

ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন ইউরি। নেইমারের পাস ধরে জোরালো শটে গোলটি করেন জুলাইয়ে দলে আসা স্প্যানিশ এই ডিফেন্ডার।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সফল স্পট কিকে সান্ত্বনাসূচক গোলটি করেন কাঁর ইভান সান্তিনি।

১৯ ম্যাচে ১৬ জয় ও দুই ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে বছর শেষ করলো শীর্ষে থাকা পিএসজি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে