দিল্লিতে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার

0
দিল্লিতে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার

আজ রোববার ভারতের নয়াদিল্লিতে একটি ঘরের মধ্যে থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, উত্তর দিল্লির বুরারি এলকায় এই ঘটনা ঘটে।

এইদিকে পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর মধ্যে সাতজন নারী ও চারজন পুরুষ। এটা আত্মহত্যা নাকি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম জি নিউজের খবরে জানানো হয়েছে, প্রত্যেক মরদেহের হাত-পা এবং চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। নিহতদের পরিবারের আসবাবপত্র ও মুদির দোকান আছে।

পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনাটিকে হত্যা বলে ধারণা করছে। মরদেহগুলোর মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী ও দুই ছেলে আছেন। এছাড়াও তাদের বৃদ্ধ মা এবং বোনদেরও মরদেহ পাওয়া গেছে।

মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দিল্লির গুরু গোবিন্দ সিং হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।