দেখতে দেখতে পার হয়ে গেলো ১৪টি বছর। পদার্পন করলো ১৫তম বছরে। দেখতে সহজ হলেও এতোটা সহজ ছিলো নাহ। অনেক চড়াই উতরাই পার করে টিকে রয়েছে এতটা বছর। জ্বী বলছি স্টামফোর্ড ডিবেট ফোরামের কথা। গত দুই দিন (২৪শে জানুয়ারি ও ২৫শে জানুয়ারি) ব্যাপী হয়ে গেলো এই ক্লাবটির ১৪বছর পূর্তী অনুষ্ঠান। LINKUS এর সৌজন্য পালিত হয়েছে তাদের এই অনুষ্ঠান।
২৪ তারিখ সকালে স্টামফোর্ডের বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মাদ আলী নকী স্যারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন Linkus এর ব্যাবস্থাপনা পরিচালক Ye Liang। এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলো স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক চ্যান্সেলর ডঃ প্রফেসর ফিরোজ আহামেদ স্যার, প্রক্টর আরিফুল ইসলাম স্যার, এসডিএফ এর কনভেনর ও সহকারী প্রক্টর আল-মামুন স্যার এবং এসডিএফ এর সাবেক প্রতিষ্ঠা সভাপতি ও BDF এর বর্তমান সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ শুক্রানা। এবং এসডিএফ এর ১৪ বছরের সকল সাবেক প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি গণ ।
অনুষ্ঠানের শুরুতে বক্তাগন এসডিএফ এর ১৪ বছর সাফল্যের স্মৃতি চারন করেন। সাবেক চ্যান্সেলর ডঃ প্রফেসর ফিরোজ আহামেদ স্যার বলেন এই ক্লাবটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমসাময়ীক ক্লাব। স্টামফোর্ড ইউনিভার্সিটির সবচেয়ে পুরোনো ক্লাব। এই ক্লাবের অর্জন অনেক, ভবিষ্যতেও এই ক্লাবটি অনেক দূর এগিয়ে যাক এই দোয়াই করছি… প্রক্টর আরিফুল ইসলাম স্যার বলেন এই ক্লাব স্টামফোর্ডকে প্রতিনিধিত্ব করে অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এই ক্লাব থেকে সকলের চাহিদা অনেক। সহকারী প্রক্টর আল-মামুন স্যার বলেন এই ক্লাবের কনভেনর হতে পারায় তিনি অনেক সৌভাগ্যবান। এই ক্লাবটি তার পরিবারের মত। ভবিষ্যতের পথ চলায় তিনি পাশে থাকতে চান…
শেষ বক্তব্যে আব্দুল্লাহ মোহাম্মদ শুক্রানা বলেন এই ক্লাবটি প্রতিষ্ঠা থেকে বর্তমান পর্যন্ত যত সদস্য রয়েছে আমরা সবাই একটি পরিবার, পরিবারের মত সবাই মিলে একই সাথে সুদিনে দুর্দিনে সবাই সবার পাশে থাকে। তিনি প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত যুক্ত থাকতে পেরে অনেক আনন্দ অনুভব করছেন। এর পর কেক কাটা, পিঠা স্টল ও খান’স ল্যাবের দেওয়া ওয়েব সাইট ও অ্যাপ উন্মুক্তের মাধ্যমে দিনটির সমাপ্তি হয়। ২৫ তারিখ বৃহস্পতিবার দিনটি ছিলো প্রধান আকর্ষন। এই দিন বিকাল থেকে জন্মদিন উপলক্ষ্যে আকর্ষনীয় কনসার্ট । কনসার্টে ছিল বিভিন্ন ব্যান্ডের সমারোহ। সাথে ছিল মুন ভাই, সুকর্ণা দিদি ও ওয়ারফেজের এক্স-ভোকাল মিজান ভাই। এছাড়াও হিপহপ সিঙ্গার বাংলামেন্টালজ ও ক্লোজআপ তারকা রানা। দিন ভর শিক্ষক ও ছাত্ররা সবাই মেতে ছিলো।