দুর্দান্ত জয়ে হ্যাটট্রিক শিরোপার স্বাদ পেয়েছে খুলনা

0
দুর্দান্ত জয়ে হ্যাটট্রিক শিরোপার স্বাদ পেয়েছে খুলনা

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডে খুলনা বিভাগের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। আজ শনিবার খুলনার কাছে ইনিংস ও ৪৯ রানের লজ্জাজনক হারে দ্বিতীয় বিভাগে অবনমন ঘটেছে ঢাকার। আর দুর্দান্ত জয়ে হ্যাটট্রিক শিরোপার স্বাদ পেয়েছে খুলনা।
দুর্দান্ত জয়ে হ্যাটট্রিক শিরোপার স্বাদ পেয়েছে খুলনা
আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪৫৯ রানের বড় সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে খুলনা বিভাগ। ঢাকা ৩৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৯৭ রানে গুটিয়ে যায়। ফলে পাঁচবারের চ্যাম্পিয়নরা ইনিংস পরাজয়ের লজ্জার পাশাপাশি দ্বিতীয় বিভাগে অবনমনের দুঃসংবাদ নিয়ে মাঠ ছাড়ে।

এই দিকে ৬ রাউন্ড শেষে সর্বোচ্চ ২৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে খুলনা বিভাগ। এরমধ্য দিয়ে রেকর্ড গড়েছে খুলনা। রাজশাহী এবং ঢাকাকে পেছনে ফেলে রেকর্ড ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে দঙ্কিণ বঙ্গের দলটি।

রংপুর বিভাগ ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। বরিশাল বিভাগ ঢাকার সমান ১০ পয়েন্ট হওয়া সত্ত্বেও মুখোমুখি লড়াইয়ের ফলাফলের সুবাদে অবনমন থেকে বেঁচে যায়। এদিকে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উন্নীত হয়েছে রাজশাহী।

শনিবার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ঢাকা বিভাগকে হার এড়াতে হলে পুরো দিন ব্যাটিং করতে হতো। তবে দলের তারকা খেলোয়াড়রা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ইনিংস পরাজয় এবং অবনমনের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় ঢাকাকে।

দ্বিতীয় ইনিংসে ঢাকার হয়ে রকিবুল হাসান ৫৮, তাইবুর পারভেজ ৫১, শরীফ ৪৭ এবং নাদীফ চৌধুরী করেন ৪৩ রান।

দ্বিতীয় ইনিংসে খুলনার হয়ে তিনটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন। এছাড়া আবদুর রাজ্জাক দুটি এবং মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসে এনামুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরি এবং মেহেদী হাসানের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহ গড়ে খুলনা। বিজয় ২৫১ বলে ২০২ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া মেহেদী খেলেন ১৬০ বলে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস।

ঢাকা বিভাগের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ শরীফ ও শুভাগত হোম চৌধুর। এছাড়া একটি করে উইকেট নেন নাজমুল অপু ও দেওয়ান সাব্বির।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে