স্বাগতিকদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে- দুই সংস্করণের প্রতিটি ম্যাচেই টানা ব্যর্থতাকে বাংলাদেশ ক্রিকেটে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টেস্ট সিরিজে বাজে খেলে হোয়াইওয়াশ হওয়ার পর প্রত্যাশা ছিল ওয়ানডেতে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজেও হোয়াইওয়াশ হলো টাইগাররা।
দলের এমন পারফরম্যান্সে হতাশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘ওদের (দক্ষিণ আফ্রিকা) সঙ্গে তুলনা করলে সব জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচগুলো হেরেছি। এটা আমাদের খুবই শিক্ষণীয় হল। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে এটা হয়ে আসছে। এ বিষয়গুলো ঠিক না করলে সামনের সিরিজ-টুর্নামেন্টে ভালো করা কঠিন হয়ে যাবে।’
বাংলাদেশ ক্রিকেটের এই সফল অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয়, এই যে সময়টা গেল, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিপদসংকেত। এ থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে।’
এর আগে বুমফন্টেইনে চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা| জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪৭ রানে। এ কারণে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ১৭২ রান করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশকে এক ইনিংস ও ২৫৪ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
এর আগে শনিবার বিনা উইকেটে ৭ রান করে দিনের দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়। ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়েই বুমফন্টেইনে রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সৌম্য সরকার ব্যাটিং শুরু করেন। তবে দলীয় স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই রাবাদার বলে ডু প্লেসিসের হাতে ধরা পড়েন সৌম্য (৩)। পরে ইমরুলের সঙ্গে জুটি বাঁধেন মুমিনুল হক। এরপর দলীয় ২৯ রানে দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রাবাদার শিকার হয়ে মাঠ ছাড়েন মুমিনুল (১১)।কিন্তু ব্যাট হাতে বাংলাদেশের কেউ হাফ সেঞ্চুরির দেখা পায়নি। দলে পক্ষে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৪৩ রান করেন। এর পর ৫৩ বলে ৩২ রান করেন ইমরুল। মুশফিকুর রহিম করেন ৪৫ বলে ২৬ রান।
এর আগে ইনিংসের ১৪তম ওভারে মাথায় আঘাত পান মুশফিকুর রহিম। ডুয়ান অলিভিয়েরের শর্ট বলটি মাথা নুইয়ে ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল মুশফিকের হেলমেটে আঘাত করে। আঘাত পেয়ে মাটিতে শুয়ে পড়েন মুশফিক। শনিবার চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা| এর আগে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে হেরে যায় বাংলাদেশ।