ধানমন্ডিতে গাছ পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা নিহত

0
গাছ পড়ে নিহত

রাজধানীর ধানমণ্ডি লেকে গাছ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান (৫৪)। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ।

ওসি বলেন, ধানমণ্ডি লেকের পাড়ের কৃষ্ণচূড়া গাছটি ভেঙে মোস্তাফিজুরের মাথার ওপরে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ থানাতেই আছে। পরিবার চাইলে মরদেহ বাড়িতে নিয়ে যাবে। মরদেহের ময়নাতদন্তের বিষয়টি পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

নিহত মোস্তাফিজুরের ছেলে ইরফান মোস্তাফিজ বলেন, ‘আমার বাবা প্রতিদিনই ধানমণ্ডি লেকে হাঁটাহাঁটি করেন। আজও সকালে তিনি লেকে যান। হাঁটার সময় হঠাৎ কৃষ্ণচূড়া গাছটি ভেঙে বাবার মাথার ওপরে পড়ে। গাছটি সরানোর আগেই তিনি মারা যান। আমরা দ্রুতেই তাকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’