আজ রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ জিতলেই নকআউট পর্বে পা রাখবে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। এমন ম্যাচে আরেকটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর মাত্র একটি গোল করলেই ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় এক বছরে (ক্যালেন্ডার বছর) সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন তিনি।
যদিও এখনো রেকর্ডটি রোনালদোর দখলে। ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগে ১৬ গোল করেন তিনি। চলতি বছরের গেলো ১১ মাসে নিজের সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সিআরসেভেন। এবার পালা নিজেকে ছাড়িয়ে যাওয়ার। এজন্য গ্রুপপর্বে এটিসহ দুই ম্যাচ পাচ্ছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এতে একটি গোল করলেই ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বের সবচেয়ে মর্যাদার লিগে এক বর্ষপঞ্জিতে ১৭ গোলের মালিক হবেন পর্তুগিজ যুবরাজ।
চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও রোনালদোর দখলে। ২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল করেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলও তার। ৬ ম্যাচে ৬ গোল করেছেন এ উইঙ্গার। ৫ গোল করে দ্বিতীয় স্থানে আছেন টটেনহামের গোলমেশিন হ্যারি কেন।
আজ রাত ২টায় অ্যাপোয়েলের মাঠে আতিথ্য নেবে রিয়াল। ম্যাচটি জিতলেই চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর টিকিট কেটে ফেলবেন জিনেদিন জিদানের শিষ্যরা। অবশ্য হারলেও সুযোগ থাকছে। এক্ষেত্রে আগামী ৬ ডিসেম্বর ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটি জিততে হবে তাদের।