কণ্ঠশিল্পী রাশেদ আহমেদ তপু। শ্রোতাদের কাছে জনপ্রিয় ভিন্নধর্মী গানের কারণে। বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী তিনি। তবুও, প্রতিটি গান প্রকাশে নেন দীর্ঘ বিরতি। ভক্তদের অভিযোগের শেষ নেই এ-নিয়ে।
কারণ জানালেন তপু। তিনি প্রতিযোগিতায় নামতে চান। সঙ্গীত ক্যারিয়ারের শুরু থেকে নিজের মতো গুছিয়ে কাজ করছেন। চাপ নিয়ে কাজ করেন না। তাড়াহুড়ো করি না। প্রাধান্য দেন নিজের মনকে।
ভক্তদের জন্য সুখবর, সম্প্রতি নতুন গান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছেন তপু। শ্রোতারা তা শুনতে পাবে চলতি বছরই। কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল তপুর একক গান ‘পৃথিবী ঘুমাক।’
গান গাওয়ার পাশাপাশি সুরকার ও গীতিকার হিসেবে সমান পারদর্শী তপু। অভিনয় করেছেন সিনেমাতেও। মোস্তফা সরওয়ার ফারুকীর ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে দেখা গিয়েছিল তপুর অভিনয়ের এক ঝলক।