নদীর পানি বিপদসীমার ওপর, ভারতে নিহত ৫৮ জন

0
নদীর পানি বিপদসীমার ওপর, ভারতে নিহত ৫৮ জন

প্রবল বর্ষণজনিত দুর্যোগে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে কমপক্ষে ৫৮ জন প্রাণ হারিয়েছেন এবং আরো ৫৩ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি লোক মারা গেছে প্রদেশের শাহারানপুরে। ত্রাণ কমিশনারের কার্যালয়ের বরাত দিয়ে ভারতের এনডিটিভির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত সময়ের মধ্যে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উত্তর প্রদেশ প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে অনেক নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের রাজধানীতে যাওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতের বৃষ্টিতে শহরের অনেক জায়গা যেন খণ্ড খণ্ড দ্বীপে পরিণত হয়।