ফ্রেশার্স ডিবেটারদের নিয়ে শুরু হলো “নবম স্টামফোর্ড ফ্রেশার্স ডিবেট ওয়ার্কশপ”

0
রবিবার (২৩ জুলাই) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্বেশরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে “নবম স্টামফোর্ড ফ্রেশার্স ডিবেট ওয়ার্কশপ এন্ড চ্যাম্পিয়নশিপ ২০১৭” এর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বার্ষিক আয়োজনের অংশ হিসেবে নবীন বিতার্কিকদের সন্ধানে প্রতিবছরের ন্যায় এবারো এ আয়োজনটি করেছে স্টামফোর্ড ডিবেট ফোরাম। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
 
দিনের শুরুতে ক্লাব সেক্রেটারি সোনিয়া আক্তার শান্তার প্রাণবন্ত উপস্থাপনায় নবীন বিতার্কিকদের স্বাগত জানান ক্লাব প্রেসিডেন্ট সোহান মোহাইমিনুল।মেধা ও মননের অপূর্ব সমন্বয়ের মাধ্যমে কিভাবে একজন বিতার্কিক প্রাতিষ্ঠানিক ও পেশাগত জীবনে এগিয়ে যেতে পারে সে সুবিধা সম্পর্কে আলোচনা করেন ক্লাব প্রেসিডেন্ট।
 
উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম এন আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব চীফ কো-অর্ডিনেটর ও এসিস্ট্যান্ট প্রক্টর আল মামুন।আল মামুন বলেন ” এই ফ্রেশার্সের ওয়ার্কশপের মাধ্যমে আমরা আরো ভালো বিতার্কিক খুঁজে পাব,তাদের প্রশিক্ষনের মাধ্যমে জাতীয় মানের বিতার্কিক তৈরীর সকল প্রচেষ্টা থাকবে বলে জানান”।
 
এরপর শুরু হয় দ্বিতীয় সেশন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য বিতার্কিক এহসানুর রহমান আবির বাংলা সংসদীয় বিতর্কের নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেন।পরবর্তী সেশনে ফ্রেশার্সদের করণীয় দিক ও প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক শাফী আব্দুল্লাহ।
 
সমাপনী বক্তব্য রাখেন এস ডি এফ প্রেসিডেন্ট সোহান মোহাইমিনুল।এছাড়া এসময় উপস্থিত ছিলেন এস ডি এফ এর ছাত্র বিষয়ক উপদেষ্টা রাখিল খোন্দকার নিশান,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমির হামজা,ভাইস প্রেসিডেন্ট বেনজির আবরার,মনিরুল ইসলাম,জয়েন্ট জি এস আসিফ নেওয়াজ,সহ আরো অনেকেই।
 
পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল এডুকেশন ২৪ ডট নেট এবং ইত্তেফাক, এনটিভি,ক্যাম্পাস লাইভ ২৪।
 

উল্লেখ্য আগামী ২৫ জুলাই ইংরেজী বিতর্কের ফ্রেশার্স ওয়ার্কশপ টি বিকাল ৩. ৩০ এ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে