নিউজিল্যান্ডে করোনা, প্রভাব পড়বে না বাংলাদেশ সিরিজে

0
Ban vs NZ

চারিদিকেই করোনা বাড়ছে। নতুন নতুন ভ্যারিয়েন্টে নাকাল বিশ্ববাসী। হঠাৎ করে করোনার সংক্রমণ ফের বেড়েছে নিউজিল্যান্ডে। দেশটির সরকার লকডাউনের ঘোষণা দিয়েছে।

এতে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয় কিউইদের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে৷ বিসিবি বলছে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে কোন শঙ্কা নেই। ছয় মাসের মধ্যে গত মঙ্গলবার প্রথমবারের মতোন করোনা রোগি শনাক্ত হয় নিউজিল্যান্ডে।

পরদিন বুধবার আরও ১০ জনের শরীরে মিলেছে ভাইরাসের সংক্রমণ। কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে নিউজিল্যান্ডে জরুরি লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। বিসিবির বিশ্বাস, লকডাউনের কারণে তাদের বাংলাদেশ সফরে কোনো প্রভাব পড়বে না।

আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সিরিজ শুরুর আগে কিউইদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে।