নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

0
Ban vs NZ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি সিরিজ খেলবে বাংলাদেশ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজের পর কিউই সিরিজেও থাকছেন না তামিম ইকবাল।

দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম। অস্ট্রেলিয়ার শর্তের প্যাঁচে ঐতিহাসিক অজি সিরিজে থাকতে পারেননি মুশি-লিটন। যদিও জিম্বাবুয়ে সফরের দলে তিনজনই ছিলেন। বাবা অসুস্থ থাকায় টেস্ট খেলে দেশে ফেরেন মুশফিক। বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেন আমিনুল। শ্বশুরের অসুস্থতার ফলে দেশে চলে আসেন লিটন। তিনজন ফিরলেও বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে শেরে বাংলায়, বিকাল ৪ টা থেকে।

বাংলাদেশ স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।