নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে নতুন নির্বাচনের দাবি

0
নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে নতুন নির্বাচনের দাবি

পাকিস্তানের বেশ কয়েকটি রাজনৈতিক দল ‘সাজানো’ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে নতুন নির্বাচন চাইছে।

ইসলামাবাদে প্রায় ১০ থেকে ১২ টির বেশি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এ দাবি জানান, মুত্তাহিদা মজলিশই আমল-এমএমএ নেতা ও বিরোধী দলগুলোর মুখপাত্র মাওলানা ফজলুর রহমান। নতুন নির্বাচন দাবিতে রাজপথে বিক্ষোভ করার কথা বলেন তিনি।

এইদিকে বৈঠকে উপস্থিত থাকলেও সংসদে যোগ দেয়া-না দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানান পাকিস্তান মুসলিগ লিগ-(এন) এর নেতা ও কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। এর আাগে পিএমএল(এন) সংসদে যোগ দেবে বলে জানিয়েছিল দলটির মুখপাত্র হামজা শরীফ।

নির্বাচনের চূড়ান্ত ফলে ১১৫টি আসন পেয়ে ইমরান খানের দল পিটিআই এগিয়ে আছে। তবে সেনাবাহিনীর সঙ্গে আঁতাতের মা্ধ্যমে ভোট জালিয়াতি হয়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর।

তথ্য সূত্র : বিবিসি, ডন।