‘নির্বাচন করুম আর আমিই জানি না’

0
'নির্বাচন করুম আর আমিই জানি না'

আলোচিত ঢালিউড অভিনেতা ডিপজলের সভাপতি পদে লড়ার কথা বেশ ভাইরাল। তবে ডিপজল জানালেন এসব ভিত্তিহীন খবর। তিনি জানিয়েছেন, শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনেই তিনি অংশ নেবেন না।

তিনি বলেন, ‌‘আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সঙ্গে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে ক্যামনে, আমার সঙ্গে কথা কইলেই তো জিনিসটা দিনের মতও পরিস্কার হইতো।’

ডিপজল বলেন, ‘আমার শরীর ভালো না। ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে। চোখেও অস্ত্রোপচার করাতে হয়েছে। শরীর এখনও ফিট হয় নাই। তাই এখন আর নির্বাচনের চিন্তা নেই। শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনেই অংশ নেব না। ভাবছিলাম সংসদ নির্বাচন করুম, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা নাই। আমার শরীরটা ভালো না। ভালো হইলেও নির্বাচন করুম না। আমার জন্য দোয়া করবেন।’