নেইমারের লাল কার্ড, পিএসজির ম্যাচ ড্র

0
নেইমারের লাল কার্ড

৮৭ মিনিটে নেইমার দ্বিতীয় হলুদ কার্ড দেখে বের হয়ে গেলে ম্যাচের অতিরিক্ত সময়ে কাভানি গোল করে ম্যাচটি ২-২ গোলে ড্র করেন। পিএসজির হয়ে আরেকটি গোল অবশ্য নেইমারই করেছেন। লিগে প্যারিস সেইন্ট জার্মেইনের এটি দ্বিতীয় ড্র।

নেইমারের লাল কার্ড

ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে খেলতে থাকে দু’দল। অবশ্য ম্যাচের প্রথম গোলটি পায় স্বাগতিকরাই। ১৬ মিনিটে ডি-বক্সের অনেক বাহির থেকে কোনাকুনি এক শটে দলকে লিড এনে দেন লুইস গুস্তাভো।
পরের মিনিটেই সমতায় আসতো পারতো অতিথি দল। কিন্তু কাভানি সুযোগ নষ্ট করেন। ম্যাচের ৩২ মিনিটে দলকে সমতায় আনেন পিএসজির আইকন প্লেয়ার নেইমার। আদ্রিয়ান রাবিওটের সাথে ওয়ান-টু-ওয়ান পাসে বক্সে ঢুকে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোন গোল না হলে সমতায় থেকেই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আক্রমণ চালাতে থাকে পিএসজি। ৫৪ মিনিটে এমবাপ্পের একটি আক্রমণ প্রতিহত করতে গেলে অলিম্পিক মার্শেইয়ের ডিফেন্ডার জর্ডান আমাভি ইচ্ছাকৃতভাবে বল হাতে লাগান। এমবাপ্পে পেনাল্টির আবদন করলে উল্টো হলুদ কার্ড দেখেন।

৭৭ মিনিটে দ্বিতীয় গোল পায় স্বাগতিকরা। ক্লিনটন এনজির কাটব্যাকে দুর্দান্ত গোল করেন ফ্লোরিয়ান থাউভিন। এক গোলে পিছিয়ে থাকা পিএসজি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। আর তখনই লাল কার্ড দেখেন দলের সেরা খেলোয়াড় নেইমার। ৮৫ ও ৮৭ মিনিটে দুটি হলুদ দেখে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান। নেইমারের অনুপস্থিতিতে দলের ত্রাতা হন এডিসন কাভানি। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ একটি গোল করে দলকে সমতায় আনেন এই উরুগুয়ের ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

এই ম্যাচের পর ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন মোনাকো।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে