পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছু নেই। তবু, মানুষ আশায় বুক বাঁধে। বঙদেশে প্রবাদ আছে, আশায় বাঁচে চাষা! লিওনেল মেসিকে নিয়ে বার্সেলোনা সমর্থকেরা আশায় ছিল শেষ মূহুর্ত অবধি। গুঞ্জন ওঠে মধ্যস্থতার। মেসিকে রাখতে যতটুকু প্রয়োজন, সর্বস্ব দিয়ে চেষ্টা চালাচ্ছে বার্সা। তবে, দেরি যা হওয়ার হয়েই গেছে।
প্যারিসের বিমান ধরতে মেসি যখন এয়ারপোর্টে, বুকের মাঝে তখনই ছুরির আঘাত কাতালুনিস্তাদের। বিচ্ছেদ তাহলে হয়েই গেল! ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে লিওনেল মেসি হয়ে গেলেন পিএসজির। প্রেমের নগরী প্যারিসে মেসির সঙ্গে প্রেমের প্রথম পদক্ষেপ সম্পন্ন হলো।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দেয় পিএসজি। চুক্তি হয়েছে দুই বছরের । ২০২৩ সাল পর্যন্ত পার্ক দে প্রিন্সেসে আলো ছড়াবেন মেসি। তবে রাখা হয়েছে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ৷
মেসিকে নিয়ে যত আগ্রহ, ততটাই তার বেতন নিয়ে। যদিও ফরাসি জায়ান্টরা বেতন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে সূত্র বলছে, কর ছাড়া মৌসুম প্রতি আড়াই কোটি ইউরো বেতন পাবেন লিওনেল মেসি। বোনাস ও অন্যান্য সুবিধাসহ তা দাঁড়াবে সাড়ে তিন কোটি ইউরো।
ন্যু ক্যাম্পে চৈত্রের খরতাপ, প্যারিসে বসন্ত এনে দিলেন মেসি। নতুন অবতারে জাদুকরকে মাঠে দেখার পালা। প্যারিস লেখা টি-শার্ট পরে লোকের ভালোবাসার প্রথম জবাব দেওয়া লিও কেমন করেন, তারই অপেক্ষা এখন।