পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

0
পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অবশেষে পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধামন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির জনগণের তাঁর পদত্যাগের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি’র সূত্র দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ মালয়েশিয়াকিনিকে জানান, ‘সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।’

মোহদ রেদজুয়ান আরও বলেন, ইতোমধ্যে মৌখিকভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিষয়টি জানিয়েছেন।

মুহিউদ্দিন ইয়াসিন ২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদ পেয়েছিলেন। তবে ইয়াসিনের পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান একদমই অল্প। এরপর দলের কয়েকজন আইন প্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর তার গদি টালমাটাল হয়ে পড়ে।

এদিকে করোনা মাহামরি মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি খারাফ হওয়ায় জুলাইয়ের শেষ তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয়। ফলশ্রুতিতে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন
মুহিউদ্দিন ইয়াসিন।