আফগানিস্তানে ক্ষমতায় ফিরছে বিদ্রোহীগোষ্ঠী তালেবান। ইতোমধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে আফগান সরকার। জার্মানিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আফগান গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে। তিনি তালেবানের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করার কাজ করবেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আফগান সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে দেশটির প্রেসিডেন্ট প্যালেসে ইতোমধ্যে পৌঁছে গেছেন তালেবানের যোদ্ধারা।
তালেবানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র সুহাইল শাহিন আলজাজিরাকে বলেছেন, শহর রক্ষার্থে তালেবান এখনো কাবুলে ঢুকে পড়েনি। কিন্তু ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ সরকারের সহযোগিতার ওপর নির্ভর করছে ভবিষ্যৎ পরিস্থিতি। জোরপূর্বক ক্ষমতা দখলের ইচ্ছে তালেবানের নেই।
তালেবানের একজন কমান্ডার বলেছেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করুন। আমাদের যোদ্ধারা কাবুলের প্রবেশপথগুলোতে অবস্থান নিলেও এখন পর্যন্ত শহরে ঢুকে পড়েনি।
আফগান গণমাধ্যম জানিয়েছে, তালেবান এবং আফগান সরকারের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কাবুলের এআরজি প্রেসিডেন্ট প্যালেসে শুরু হয়েছে। তালেবান যোদ্ধারা কাবুল গেটের কাছে পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছেন।