আফগানিস্তানে একের পর এক এলাকা দখল করছে তালেবান। তাদের সামনে পেরে উঠছে না আফগান সেনাবাহিনী। যুদ্ধে ব্যর্থতার দায়ে এবার পদ হারালেন আফগান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাই। মাত্র দুই মাস আগেই সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির।
প্রতিবেদনে জানানো হয়, নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাওয়া জেনারেল হায়বাতুল্লাহ আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। আফগান সেনাবাহিনীর ২১৫ ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে বর্তমানে তার পুরাতন পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা আশঙ্কা করেছেন আগামী ৩০ দিনের মধ্যেই রাজধানী কাবুল বিচ্ছিন্ন করতে পারে তালেবান যোদ্ধারা। এরপর মাত্র ৯০ দিনের মধ্যে তারা কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তালেবান। ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আফগানিস্তান থেকে ন্যাটো সেনারা চলে যাওয়ার কারণে তালেবানদের দ্রুত আক্রমণে কাবুল কতক্ষণ টিকে থাকতে পারে সেটি মূল্যায়ন করা প্রয়োজন।














