বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীতে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। ঘর তল্লাশি করে বিপুল পরিমাণে বিদেশি মদ ও মাদকদ্রব্যের হদিস মেলে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে র্যাব।
পরীমনির ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করে তারা। ড্রয়িং রুমের কাভার্ড, শোকেস, ডাইনিং রুম, বেডরুমের টেবিল এবং টয়লেট থেকে মদের বোতল বের করা হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেন, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডিসহ মাদক সেবনের নানান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রমতে, এই নায়িকার বাসার এমন কোনো জায়গা নেই যেখানে মদ নেই। তার কাছে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের এমন সব মদ ছিল, যেগুলো বাংলাদেশে খুব কম আমদানি হয়।