টেস্ট সিরিজে জিতলেও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে লংকানরা। শেষ ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে শ্রীলংকাকে হারিয়েছে সরফরাজ বাহিনী।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলংকা পাকিস্তানের বোলিংতোপে মাত্র ১০৩ রানে অলাউট হয়। সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন থিসারা পেরেরা।
পাকিস্তানের হয়ে উসমান খান ৫টি, হাসান আলী ও শাদাব খান ২টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে ফকর জামানের উইকেট হারিয়ে সহজেই জয় পায় পাকিস্তান।
ফকর জামান ৪৮ এবং ইমাম-উল-হক ৪৫ রান করেন।
ম্যাচসেরার পুরস্কার পান উসমান খান। অন্যদিকে সিরিজসেরা হন হাসান আলী