পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সংবাদ উপস্থাপক

0
মার্ভিয়া মালিক

২১ বছর বয়সী এক সাংবাদিক এখন পাকিস্তানে খবরের শিরোনাম হচ্ছেন। কারণ তিনিই দেশটির ইতিহাসে প্রথম রূপান্তরকামী সংবাদ উপস্থাপক। ২৩ মার্চ লাহোরভিত্তিক কোহিনূর নিউজ নামের একটি পাকিস্তানি নিউজ চ্যানেলে প্রথম ‘অন এয়ার’ আসেন মার্ভিয়া মালিক নামের সেই নারী। প্রথম দিনই দক্ষতার প্রমাণ দিয়ে দর্শকসহ সবার মন জয় করে নিয়েছেন তিনি। বিষয়টি আলোড়ন তোলে সামাজিক যোগযোগ মাধ্যকেও। ফেসবুক-টুইটারে এখন মার্ভিয়াকে বাহবা দিচ্ছেন।
মার্ভিয়া মালিক
পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক মার্ভিয়া মডেল হিসেবে সুপরিচিত। তিন মাস প্রশিক্ষণের পর তাকে চাকরির প্রস্তাব দেয় পাকিস্তানের বেসরকারি নিউজ চ্যানেল কোহিনূর নিউজ।

মার্ভিয়ার কথায়, প্রস্তাবটা পেয়ে আমি কেঁদে ফেলি। আশা করি, আমার সাফল্য পাকিস্তানের রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষকে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।

পাকিস্তানে ২০ কোটি মানুষের মধ্যে তালিকাভুক্ত ১০ হাজার রুপান্তরকামী আছেন। তাদের নানা সমস্যা ও বাধার সম্মুখীন হতে হয় পাকিস্তানে। চাকরি পেতেও লড়াই করতে হয়। বেশিরভাগ রূপান্তরকামীই ভিক্ষাবৃত্তি, নৃত্যশিল্প কিংবা দেহব্যবসায় নামেন।