ক্রিকেটবিশ্ব রীতিমতো গরম হয়ে আছে সম্প্রতি নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল নিয়ে। যে আগুন জ্বালিয়ে দিয়েছে নিউজিল্যান্ড, সেই আগুন এত সহজে নিভবে না। ম্যাচ শুরুর কিছু সময় আগে পুরো সফর বাতিল করা ক্রিকেট ইতিহাসেই বিরল ঘটনা! যে নিরাপত্তা ইস্যুর কথা বারবার বলা হচ্ছে, সেই সমস্যাটা যে আসলে কী সেটাই পরিস্কার করছে না নিউজিল্যান্ড। এতে আবারও শংকায় পড়ে গেছে পাকিস্তানের ক্রিকেট। এবার এশিয়ার দেশটির পাশে দাঁড়ালেন ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইল।
টুইটারে এই বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যান লিখেছেন, ‘আমি আগামীকাল পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?’ এই টুইট করে নিশ্চয়ই তিনি বোঝাতে চেয়েছেন, এই মুহূর্তে পাকিস্তানে আসলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলের বাকি ম্যাচ খেলতে গেইল এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর এই আরব আমিরাতকেই দীর্ঘদিন ‘হোম গ্রাউন্ড’ বানিয়ে খেলেছে পাকিস্তান।
নিউজিল্যান্ড সফর বাতিল করায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে। এশিয়ার দেশটিতে সফরে যাওয়ার কথা থাকলেও এখন নতুন করে ভাবছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এমতাবস্থায় গেইলের টুইট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) স্বস্তি দিতে পারে। গেইলের টুইটে অসংখ্য কমেন্ট পড়েছে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও লিখেছেন, ‘কিংবদন্তি, তোমার সঙ্গে সেখানে দেখা হবে।’