বাংলা চলচ্চিত্রে বডি ট্রান্সফর্মেশন একেবারেই অচেনা। সেই অচেনা জগতের সঙ্গে পরিচয় ঘটালো আরিফিন শুভ। ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের জন্য বডি ট্রান্সফর্মেশন করেছিলেন তিনি। দিন-রাত এক করে পরিশ্রম করেন। শরীরে আনেন নতুন লুক।
কিছু পেতে গেলে কিছু দিতে হয়। শরীরে নতুনত্ব আনতে গিয়ে তাই পড়েন পায়ের ইনজুরিতে। দুই বছর আগে হওয়া ইনজুরি নিয়ে মাসখানেকের মতোন ভোগেন। সুস্থ হয়ে গেলে তা নিয়ে মাথা ঘামান না। তিনি না ঘামালেও ফের মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনো ক্ষত।
ইদের দিন দুয়েক আগে থেকে প্রকট হয় ব্যথার মাত্রা। উঠে দাঁড়াতে পারছিলেন না ঠিকমতো। একসপ্তাহ যাবৎ বিছানায় পড়ে ছিলেন এই অভিনেতা। এবার এমআরআই করালেন। অবস্থা জানা যাবে ২৮ জুলাই। এমআরআই ফলাফলের পর পরবর্তী চিকিৎসা নেবেন তিনি।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর অধীনে চিকিৎসা নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন হিরো শুভ। দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। সুস্থ হয়ে ফিরতে চান চেনা আঙ্গিনায়।