পিএসএলে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান

0
মোস্তাফিজুর রহমান

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান। মুলতান সুলতানের বিপক্ষে শুক্রবার রাতের ম্যাচে লাহোর কালান্দারসের এই পেসার ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। মুলতানকে দারুণ শুরু এনে দিয়েছিলেন কুমাার সাঙ্গাকারা ও আহমেদ শেহজাদ। তাদের উদ্বোধনী জুটি কিছুতেই ভাঙতে পারছিল না লাহোরের বোলাররা। অবশেষে লাহোরকে সাফল্য এনে দেন বাংলাদেশি পেসার। মোস্তাফিজ নিজের দ্বিতীয় ওভারে ফেরান শেহজাদকে। দারুণ ব্যাটিংয়ে ব্যক্তিগত সংগ্রহের সঙ্গে দলের রান বাড়িয়ে নেওয়া এই ওপেনারকে আউট করেন তিনি উইকেটরক্ষক উমর আকমলের গ্ল্যাভসবন্দী করে।
মোস্তাফিজুর রহমান
ফিল্ড আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি শেহজাদকে। তবে মোস্তাফিজের লেগ স্টাম্পের বাইরের বলটি যে পাকিস্তানি ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে গিয়েছে, সেই বিশ্বাস থেকেই ওঠে জোরালো আবেদন। আম্পায়ার তাতে সাড়া না দিলে রিভিউ নেয় লাহোর, সাফল্যও পায় তারা। মোস্তাফিজের দারুণ ডেলিভারিতে লাহোর পায় প্রথম উইকেট। মাঠ ছাড়ার আগে শেহজাদ খেলে যান ৩৩ বলে ৩৮ রানের ইনিংস।

অন্যপ্রান্তে থাকা সাঙ্গাকারা অবশ্য বাড়িয়ে নিচ্ছিলেন রান। তবে তাকেও প্যাভিলিয়নের পথ দেখান মোস্তাফিজ। ‘কাটার মাস্টার’-এর বলে সাবেক লঙ্কান অধিনায়ক আউট হন ফখর জমানের তালুবন্দী হয়ে। দলীয় সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলা সাঙ্গাকারাকে আউট করে মোস্তাফিজ আরও একবার দেখান তার প্রয়োজনীয়তা। মুলতান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করেছে ১৭৯ রান।

শুধু উইকেট নয়, রান খরচের দিক থেকেও মোস্তাফিজ ছিলেন হিসাবি। ৪ ওভারে খরচ করেছে মাত্র ২২ রান, টি-টোয়েন্টি ক্রিকেটে যা এককথায় অসাধারণ। সেই সঙ্গে নামের পাশে তো যোগ করেছেনই ২ উইকেট। সব মিলিয়ে পিএসএলের চলতি মৌসুমের শুরুটা রাঙিয়ে নিলেন বাঁহাতি এই পেসার। সুত্রঃ ক্রিকইনফো