পিএসজিকে ৩-১ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ

0
পিএসজিকে ৩-১ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ

মঙ্গলবার রাতে পিএসজিকে ৩-১ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচে টানা জিতে যেন ওড়ছিল পিএসজি। তবে শেষ ম্যাচে হারের মুখ দেখল ফরাসি ক্লাবটি।

পিএসজিকে ৩-১ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ

এই মৌসুমে একের পর এক জিততে থাকা পিএসজির এটি টানা দ্বিতীয় হার। এর আগে শনিবার ফরাসি লিগের ম্যাচে স্ত্রাসবুর্গের কাছে ১-২ গোলে হেরে যায় নেইমারের দল।

আলিয়াঞ্জ অ্যারেনায় খেলার অষ্টম মিনিটে রবার্ট লেওয়ানদস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। বিরতির আট মিনিট আগে কোরেন্তিন তোলিসোর গোলে ব্যবধান দ্বিগুণ করে বাভারিয়ানরা।

বিরতির পরপরই ম্যাচে ফেরার আভাস দেয় পিএসজি। খেলার ৫০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ব্যবধান কমায় ফরাসি জায়ান্টরা।

তবে পিএসজির মুখে হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৯তম মিনিটে ফ্রান্স মিডফিল্ডার তোলিসোর গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়। এরপর আর কোনো গোল না হলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

‘বি’ গ্রুপের অপর ম্যাচে আন্ডারলেখটের বিপক্ষে ০-১ গোরে হেরে যায় সেল্টিক। তবে হেরে গেলেও গ্রুপের তৃতীয় দল হিসেবে ইউরোপা লিগে জায়গা করে নেয় স্কটিশ চ্যাম্পিয়নরা।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে