পিএসজি’র মাঠে ভক্তদের ভালোবাসায় সিক্ত মেসি

0
পিএসজি'র মাঠে ভক্তদের ভালোবাসায় সিক্ত মেসি

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের পর পিএসজিতে যোগ দিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। খেলার শুরুর পূর্বে পিএসজি মেসি, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জর্জো ভাইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরিচয় করিয়ে দিলেন ভক্তদের মাঝে।

মেসি যে এ ম্যাচে থাকছেন না তা নিশ্চিত ছিল আগে থেকেই। ৪-২ গোলে জেতা পিএজসির এই ম্যাচ গ্যালারিতে বসে খেলা দেখেন মেসি। নেইমারও এ ম্যাচে ছিলেন না। দুই বন্ধুকে পাশাপাশি বসেই খেলা দেখতে দেখা গিয়েছে।