নায়ক বাপ্পি চৌধুরী এখনও কেন অবিবাহিত তার জবাবে সবসময় বলতেন, বিয়ে করলে তারকাদের মূল্য কমে যায়। কয়েক বছর ধরে বাবা মা পাত্রী দেখলেও বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে না। অথচ আজ জানা গেল ভিন্ন কথা।
চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিনে একটি যুগল ছবি দিয়ে তাকে উইচ করেন বাপ্পি। ‘আপনি আমার ক্রাশ, আপনার জন্য অপেক্ষা করে এখনও আমি অবিবাহিত।’ বাপ্পির এমন উইশের জানতে চাওয়া হয় সত্যতা কতটুকু?
হেসে উড়িয়ে দেন ভালোবাসার রঙ ছবি দিয়ে অভিষিক্ত তারকা। বলেন, তিনি আমাদের সিনিয়র। এত বছর পরেও নিজের গ্ল্যামার ধরে রাখলেন, অবাক হই। পছন্দের অভিনেত্রী পূর্ণিমা আপু।’
পূর্ণিমার সঙ্গে পর্দায় জুটি বাঁধার ইচ্ছে আছে কি-না জানতে চাইলে বাপ্পি বলেন, অবশ্যই আছে। গল্প আর আপুর সম্মতি থাকলে আমার আপত্তি নেই। বাপ্পি চৌধুরীর সর্বশেষ মু্ক্তিপ্রাপ্ত ছবি ‘প্রিয় কমলা।’ এছাড়া মু্ক্তির অপেক্ষায় আছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২, ডেঞ্জার জোন, ৫৭০ নামক চলচ্চিত্রগুলো।