প্যারিসের প্রেমে মজলেন বাঁধন

0

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কান সিটিতে উৎসবের ৭৪ তম আসর বসেছে এবার। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি। উৎসবে অংশ নিতে ফ্রান্সে আছেন ছবির কলাকুশলীরা।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা আজমেরি হক বাঁধন প্রশংসিত হয়েছেন কানে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে হাঁটেন লাল গালিচায়। পার করছেন ব্যস্ত সময়। পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন প্যারিসের দর্শনীয় স্থানগুলি।

বাঁধন বলেন, এখানে সব শিডিউল মেনে চলে। সকালের দিকে কাজ থাকে না। এই সময় প্যারিস শহর ঘুরে দেখছি। প্যারিসের সৌন্দর্য ও নিয়মানুবর্তিতার প্রেমে মজেছেন বাঁধন। ভবিষ্যতে আবারও ঘুরতে যাবার ইচ্ছে প্রকাশ করেন এই অভিনেত্রী।

কান চলচ্চিত্র উৎসবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ রীতিমতো করতালির বৃষ্টিতে ভিজেছে। উৎসব শেষে ১৮ জুলাই ছবির পুরো টিম দেশের উদ্দেশ্যে রওনা দিবে।