কাতালোনিয়ার দল জিরোনার মাঠে অঘটনের শিকার হলো রিয়াল মাদ্রিদ। গতকাল রবিবার লা লিগায় ‘পুঁচকে’ দলটির কাছে ২-১ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। চলমান মৌসুমে এই প্রথম প্রতিপক্ষের মাঠে হরের মুখ দেখল জিনেদিন জিদানের দল।
ম্যাচের ১২তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ইসকো। করিম বেনজেমার বাড়ানো বল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর শট গোলরক্ষক ফেরালেও গ্লাভসবন্দি করতে পারেননি। সামনে থাকা ইসকো সুযোগটি কাজে লাগান। নিখুঁত টোকায় প্রতিপক্ষের জাল কাঁপান ইসকো।
৫৪ মিনিটে স্টুয়ানির দারুণ প্লেসিংয়ে সমতায় ফেরে লা লিগায় নবাগত দলটি। সে গোলের পর উদযাপনের গর্জনটা বলে দেয় জয়ের জন্য কতটা ক্ষুধার্ত ছিল জিরোনা। তার মিনিট চারেক পর আবারও রিয়ালের জালে হামলা করে স্বাগতিকরা। পর্তুর গোলে স্কোরলাইন ২-১ করে জিরোনা। অবশ্য রিপ্লেতে দেখা গেছে পর্তু অফ-সাইডে ছিলেন। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি রিয়াল। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে রোনালদোরা।
এই হারে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল রিয়াল। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভালেন্সিয়া।