প্রয়োজনে ফেসশিল্ড পড়ে মসজিদে যান

0
মাহবুব কবির মিলন

মাহবুব কবির মিলন

মাস্ক পরুন, প্রয়োজনে ফেসশিল্ড পড়ে মসজিদে যান। নামাজ পড়ার সময় শুধু ফেসশিল্ড খুলে পাশে রেখে দেবেন। মসজিদে এখন প্রায় সবায় মাস্ক পরে যায়। আলহামদুলিল্লাহ, এখন করোনার প্রকোপ বেশ কমে গেছে।
অন্যায় অনিয়ম করা অন্যায়। ভাগ খেয়ে সেটাকে সাপোর্ট দেয়া অন্যায়। সেটা দেখে ভয়ে চুপ করে থাকা অন্যায়। পুরুস্কারের লোভে চুপ করে থাকা অন্যায়। অন্য কোনো স্বার্থে চুপ করে থাকা অন্যায়।
সব একই পাপ। একই শাস্তি। সবাইকেই জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। যতই হালাল বা সৎ পথে থাকুন না কেন। একই অপরাধে আপনিও অপরাধী।
মাইক্রো অপরাধের চেয়ে ম্যাক্রো অপরাধ অনেক অনেক বেশি ভয়াবহ। অনেক বেশি ভয়াবহ যখন অনিয়মকারীর সাথে ভাল মানুষগুলোও হাত মেলায় বিভিন্ন স্বার্থে। আর পুরো সমাজ বা জাতিকে জবাবদিহি করতে হবে আল্লাহপাকের কাছে, যখন অন্যায় বা অনিয়মকারীর আস্ফালনে প্রকম্পিত হয় আকাশ বাতাস।

লেখকের ফেসবুক থেকে