আজ মঙ্গলবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি সামরিক তল্লাসি চেকপয়েন্টে একটি গাড়ির ভেতরে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বাসিলান দ্বীপে এই ঘটনা ঘটে। সেখানকার কর্মকর্তাদের ধারণা, এটা আইএস সংশ্লিষ্ট কোন জঙ্গি গোষ্ঠীর হামলা।
জানা যায়, সেনারা গাড়িটি তল্লাসি চৌকিতে গাড়িটি থামিয়ে চালকের সঙ্গে কথা বলার সময় এই বিস্ফোরণ ঘটে।
প্রসঙ্গত, বাসিলান হচ্ছে আবু সায়াফ দলের শক্ত ঘাঁটি। দলটি অপহরণ ও ডাকাতির জন্য বিখ্যাত। এছাড়া, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এশিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের সাবেক ‘আমিরের’ জন্মস্থানও এখানে। কিন্তু সেখানে বোমা বিস্ফোরণ বেশ বিরল ঘটনা।
সংবাদমাধ্যম এএনসি’কে ফিলিপাইনের সামরিক বাহিনীর বিশেষ শাখা স্কাউট রেঞ্জারের স্থানীয় কমান্ডার, ল্যাফটেনান্ট কর্নেল মন আলমোডোভার বলেন, আমরা জানি না এই হামলার লক্ষ্য কি ছিলো। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই এই বিস্ফোরণ ঘটানো হয়।
ওই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন, একজন সেনা, পাঁচজন মিলিশিয়া, চারজন বেসামরিক নাগরিক। নিহত বেসামরিকদের মধ্যে একজন মা ও তার শিশুও রয়েছে।
এছাড়া হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে আহতের সংখ্যা জানা যায়নি।