ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবলে দুদলের লড়াই মানেই বিশেষ কিছু। কোপা আমেরিকা ২০২১ এর ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। ভক্তদের জন্য এর চেয়ে উত্তেজনার আর কি হতে পারে!
বুধবার বাংলাদেশ সময় সকালে শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল জিতে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে টূর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিও মেসিরা টাইব্রেকারে হারিয়েছে কলম্বিয়াকে। টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দূর্দান্ত দক্ষতায় কলম্বিয়ার তিনটি শট রুখে দিয়ে ম্যাচে নায়ক বনে গেছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ।
এর আগে মঙ্গলবার পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল।
১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী, যাদের লড়াই দেখতে মুখিয়ে আছেন সারা বিশ্বের সব ফুটবল ভক্ত। আগামী রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে মুখোমুখি হবে তারা।
সর্বশেষ ২০০৭ সালে কোপা আমেরিকারই ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ৩-০ গোলের অনায়াসে জয় পায় ব্রাজিল। তাছাড়া সর্বশেষ আসর ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
পরপর দুবার কোপা আমেরিকা ফাইনালে তীরে এসে তরী ডুবেছিল আর্জেন্টিনার। চিলির কাছে পরাস্ত হয়ে ভেঙে পড়েছিলেন ফুটবল অন্যতম মহাতারকা মেসি। বিশ্বকে স্তম্ভিত করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি।
কিন্তু ভক্তদের আবদারে ও দেশের জার্সি গায়ে নিজেকে প্রমাণ করার তাগিদে অবসর ভেঙে ফিরে এসেছিলেন। দেশের হয়ে যে এখনো কোন শিরোপাই জিততে পারেননি তিনি!
আবারও ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপার দ্বারপ্রান্তে লিওনেল মেসি।
দুই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ও পাচ বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপাটি চৌদ্দবার জিতেছে আর্জেন্টিনা, ব্রাজিল জিতেছে নয়বার। সর্বোচ্চ উরুগুয়ে, ১৫ বার।