দ্বিতীয়বার মা হতে চলেছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। বলিউড পাড়ায় অন্যতম চটকদার খবর এখন এটিই। সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি আপলোড করেন ঐশ্বরিয়া। মূলত এরপর থেকেই শুরু হয় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।
বিখ্যাত তামিল পরিচালক মণি রত্নমের ‘পন্নিয়ান সেলভান’ মুভিতে অভিনয় করছেন ঐশ্বরিয়া। সিনেমার কাজ কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে থাকা দুই নারী ঐশ্বরিয়া ও লক্ষ্মী তামিলনাড়ুর পন্ডিচেরিতে সেটে যোগ দিয়েছেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করবেন অভিনেতা শরৎ কুমার।
পন্ডিচেরিতে শ্যুটিং স্পটে যান অভিষেক বচ্চন। সেটে ছবি তোলেন শরৎ কুমার ও তার মেয়ে বড়লক্ষ্মী এবং পূজার সঙ্গে। সেই ছবিতে থাকা ঐশ্বরিয়াকে নিয়ে ভক্তরা বলছে, তাদের চোখে নাকি ধরা পড়েছে হালকা বেবি বাম্প। আর তা নিয়েই চাউর হয়েছে খবর, অন্তঃসত্ত্বা অ্যাশ।
উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট বচ্চন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে জন্ম হয় দম্পতির একমাত্র কন্যা আরাধ্যার।