মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আর কয়েক মিনিট পর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ শিরোপা জয়ের মহা লড়াই। মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার সামনে প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জয়ের হাতছানি। আর তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা ফ্রান্সের লক্ষ্য দ্বিতীয় বিশ্বকাপ জয়।
ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই দুর্দান্ত খেলে আসছে। তবে ‘ফেবারিট’দের আলোয় অনেকটা ঢাকা পড়ে গিয়েছিল দিদিয়ের দেশ্যমের দল। আজ তারা ফাইনাল খেলছে। ঠিক ২০ বছর আগে বিশ্বকাপ জয়ের ইতিহাস ডাকছে তাদের। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনাল খেলছে ক্রোয়েশিয়া। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে নিজেদেরর অভিষেক আসরেই সেমি-ফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া।
ফ্রান্স একাদশ: উগো লরিস, সামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, লুকা এরনঁদেজ, বাঁজামাঁ পাভার্ড, এনগোলা কঁন্তে, পল পগবা, ব্লেইস মাতুইদি, অঁতোয়া গ্রিজমান, কিলিয়ান এমবাপে, অলিভিয়ে জিরুদ।
ক্রোয়েশিয়া একাদশ: দানিয়েল সুবাসিচ, দোমাগোই ভিদা, দেয়ান লভরেন, ইভান স্ত্রিনিচ, শিমে ভারসালকো, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রজোভিচ, ইভান রাকিতিচ, মারিও মানজুকিচ, আন্তে রেবিচ, ইভান পেরিসিচ।