ফ্লোরিডায় গুলিতে নারী শিশুসহ নিহত ৪

0
ফ্লোরিডায় গুলিতে নারী শিশুসহ নিহত ৪

তিন মাস বয়সী এক শিশু, তার মা সহ ফ্লোরিডায় এক বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটে। হামলার সময় ৭টি গুলি লাগা ১১ বছর বয়সী একটি মেয়ে বেঁচে আছে। গুরতর আহত মেয়েটির চিকিৎসাসেবা চলছে।

সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ব্যক্তির নাম ব্রায়ান রিলে (৩৩)। তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য ছিলেন। পুলিশের পাল্টা গুলিতে রিলেও আহত হন। তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, ইরাক ও আফগান যুদ্ধে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন রিলে। তার বান্ধবী তদন্তকারীদের জানান, রিলে পেশাগত কারণে হতাশায় ভুগছিলেন।