প্রথম সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে সমালোচিত হয়েছিল সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতিকে। ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার মা হন কারিনা। জন্ম দেন পুত্র সন্তান। ছেলের নাম কী হবে তা নিয়ে ছিল বিস্তর আগ্রহ। তবে বড়ো ছেলে তৈমুরের মতো জন্মের পরই দ্বিতীয় ছেলের নাম ঘোষণা করেনি সাইফিনা।
সাসপেন্স ধরে রেখে এমনকি সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবিও শেয়ার করেননি তারা। অবশেষে কারিনার দ্বিতীয় সন্তানের নাম নাম জানা গেল। সাইফ কারিনা তাদের ছোট সন্তানের নাম রেখেছে জাহাঙ্গীর, সংক্ষেপে ‘জেহ’।
নুরুদ্দীন মহম্মদ সেলিম বা জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। ১৬০৫ সাল থেকে ১৬২৭ সাল পর্যন্ত রাজত্ব করেন। সেই রাজার নামে ছেলের নামকরণ কি-না, সেটি নিয়ে কিছু বলেনি সাইফিনা।
নিজের বই ‘প্রেগন্যান্সি বাইবেল’-এর শেষ পাতায় স নামের রহস্য ফাঁস করেছেন কারিনা এখানেই শেষ নয়। শেয়ার করেন ছেলের ছবি। ৯ আগস্ট মুক্তি পায় মাতৃত্ব নিয়ে তার বই। সেখানেই নামের রহস্য অনাবৃত করেন এই বলিউড ডিভা।