বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে কাহিনীচিত্র। ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে শহিদ রাহমানের রচনায় কাহিনিচিত্রটির নাম ‘হন্তারক’।
এটিএন বাংলায় প্রচারিত হবে ১৫ আগস্ট রাত ৯ টায় এটিএন বাংলায়। অভিনয় করেছেন আহমেদ রুবেল, মাসুম বাশার, রাশেদ মামুন অপু, সুষমা সরকারসহ প্রমুখ। পরিচালনায় হাসান রেজাউল।
সপরিবারে জাতির জনককে হত্যার কালো অধ্যায় বয়ে বেড়াতে হয়েছে বাঙালি জাতিকে। আজ জাতির সে কালো অধ্যায় থেকে মুক্তির সুযোগ এসেছে। আজ রাতেই ঘাতক শাহরিয়ার ও বঙ্গবন্ধু পরিবারের পাঁচখুনির ফাঁসির রায় কার্যকর হতে পারে। আবেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে গোটা বাঙালি জাতির মধ্যে। অনলাইন পত্রিকার সাংবাদিক নবনিতা। সে অপেক্ষায় আছে, ফাঁসির রায় কার্যকর হলে তার পত্রিকায় লিড নিউজ করবে।
অন্যদিকে, বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে কবিতা লেখার দায়ে কবি শুভাশিসকে সাত বছর আটকে রাখা হয়, দেওয়া হয় মৃত্যুর হুমকি। আজ ঘুচবে আক্ষেপ ও কলঙ্কমুক্তির দীর্ঘ প্রতীক্ষা।
এমন কাহিনী নিয়েই তৈরি হলো হন্তারক। বাঙালির আবেগের জায়গাজুড়ে যে বঙ্গবন্ধু, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করলেও তা মুছতে পারেনি ঘাতকের দল।