বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পী রফিকুল আলমের ২৯টি গান

0
বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পী রফিকুল আলমের ২৯টি গান

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বর্ষীয়ান সংগীত শিল্পী রফিকুল আলম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গেয়েছেন ২৯টি গান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গানগুলো গান বলে জানান শিল্পী।

রফিকুল আলম বলেন, ‘আমি স্বাধীন বাংলা বেতারের শিল্পী। বঙ্গবন্ধুর প্রতি আমার পরম আবেগ, ভালোবাসা ছিল। দেশের জন্য আমার রয়েছে গভীর মমত্ববোধ। সব মিলিয়ে তাঁর জন্য গাওয়ার তাড়না থেকে গানগুলির জন্ম। গান গেয়ে আমি ভীষণ তৃপ্ত। এর আগে এতো বৃহৎ পরিসরে কখনও গান করা হয়নি।’

২৯টি গানের ভেতর নতুন গানের পাশাপাশি পুরনো গান রিক্রিয়েট করা হয়। প্রয়াত সমর দাসের সুর ও নয়ীম গহরের লেখা গান ‘নোঙ্গর তোলো তোলো’ গানটি রফিকুল আলম আবার গেয়েছেন পাভেলের সংগীত আয়োজনে। তার সঙ্গে কন্ঠ মিলিয়েছেন চিরকুটের ভোকাল সুমি ও শাকিব। গানটির ভিডিয়ো নির্মাণ করেন আবরার।

গানগুলো লিখেছেন ড. বায়েজীদ খুরশীদ, মোহাম্মদ রফিক উজ জামান, কবির বকুল, সাফাত খৈয়মসহ কয়েকজন গীতিকার। সুর দিয়েছেন শেখ সাদী খান, মাকসুদ জামিল মিন্টু, প্রয়াত ফরিদ আহমেদ, আমিনুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।

গুণী শিল্পী রফিকুলের আলমের ভালোবেসে গাওয়া এসব গান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানসহ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়।