বন্দুকধারীর পৃথক ২ হামলায় মিসরে গীর্জায় নিহত ১২

0
বন্দুকধারীর পৃথক ২ হামলায় মিসরে গীর্জায় নিহত ১২

প্রথম হামলায় কপটিক গির্জা উড়িয়ে দেয়ার চেষ্টা করে। এতে ১০ জন নিহত হন। এর ১ ঘণ্টা পর একই এলাকার কপটিক খ্রিস্টান ধর্মাবলম্বী এক ব্যক্তির দোকানে হামলা চালালে আরও দু’জন নিহত হন।

বন্দুকধারীর পৃথক ২ হামলায় মিসরে গীর্জায় নিহত ১২

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শুক্রবার কায়রোর দক্ষিণে হেলবার সিটির মার মিনা গির্জায় এক বন্দুকধারী হামলা চালায়।

বিবিসি খবরে জানায়, হেলোয়ান এলাকার মার মিনা গির্জায় প্রবেশের চেষ্টা করে দুই বন্দুকধারী। এ সময় তাদের সন্দেহজনক আচরণ দেখে বাধা দেয় ওই এলাকায় টহলরত পুলিশ। তখন গুলি চালায় বন্দুকধারীরা। এ সময় নিহত হন ১০ জন। এদের মধ্যে অন্তত ৩ জন পুলিশ রয়েছেন।

অন্যদিকে পুলিশের গুলিতে এক হামলাকারীও নিহত হয়। হামলাকারীর কাছে একটি বিস্ফোরক বেল্ট পাওয়া গেছে। এতে ওই বন্দুকধারীর আরও হামলার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। এ হামলাকে দেশটির সংকটের একটি অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত ৩ বছরে দেশটিতে দুই হাজারেরও বেশি হামলার ঘটনা ঘটেছে। ২৪ অক্টোবর মিসরের সিনাই উপদ্বীপের একটি মসজিদে হামলা চালিয়ে ২৩৫ মুসল্লিকে হত্যা করে সন্ত্রাসীরা। খবর বিবিসি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে