বর্ণবাদের শিকার জার্মান অলিম্পিক দলের ফুটবলার

0
বর্ণবাদের শিকার জার্মান অলিম্পিক দলের ফুটবলার

জাপানের ওয়াকিহামায় ম্যাচের শেষ পাঁচ মিনিট বাকী। হন্ডুরাসের বিপক্ষে অলিম্পিকের প্রস্তুতি ম্যাচে ১-১ সমতায় জার্মানি। হঠাৎ মাঠ ছাড়লো পুরো দল! বর্ণবাদী আচরণে ত্যক্ত বিরক্ত হয়েই এমন সিদ্ধান্ত দলের।

জার্মান অলিম্পিক দলের ফুটবলার জর্ডান টনারিগারর সঙ্গে পুরো খেলায় বেশ ক’বার বর্ণবাদী আচরণ করে হন্ডুরাসের ফুটবলাররা। সহ্যের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় নিজ দলের ফুটবলারের প্রতি সম্মান জানিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

টনারিগারের প্রতি এহেন আচরণ ঠিক হয়নি, মাঠেই বিষয়টি মীমাংসা করে নেয় দুইদল। টুইট বার্তার মাধ্যমে টনারিগারের কাছ ক্ষমা চায় হন্ডুরাস, স্বীকার করে নেয় নিজেদের ভুল।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই থেকে জাপানের টোকিওতে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের এবারের আসর।