২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই হামলায় নিহত হয় ২০ বছর বয়সী ফারাজ আহমেদ। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ ফারাজকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র।
সিনেমার নাম ‘ফারাজ’। যদিও হলি আর্টিজানের গোটা হামলা তুলে ধরা হবে সিনেমায়। টি-সিরিজের প্রযোজনায় এটি নির্মাণ করবেন পরিচালক হানসাল মেহতা। হানসাল এর আগে নির্মাণ করেন আলোচিত ওয়েব সিরিজ ‘স্ক্যাম ১৯৯২’।
মুক্তি পেয়েছে সিনেমার ফার্স্ট লুক। ত্রিশ সেকেন্ডের অ্যানিমেটেড ফার্স্ট লুকে দেখা গিয়েছে ভয়াবহ হামলার এক ঝলক। ফারাজকে নিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেন কারিনা কাপুর, তাপসী পান্নুর মতোন নামজাদা তারকারা।
এতে ফারাজ চরিত্রে অভিষেক হতে যাচ্ছে জাহান কাপুরের, যিনি সম্পর্কে কারিনা কাপুরের চাচাতো ভাই।