বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। এই দিনে পুরো বিশ্ব শ্রদ্ধার সাথে স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। আর এমন মহান দিনে বাংলাদেশকে শুভেচ্ছা জানাতে ভুলেনি ফুটবল জগৎও।
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুকে বাংলাদেশের পতাকার ছবি দিয়ে লা লিগা কর্তৃপক্ষ লিখেছে, ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। সেখানে অনেকেই বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছে। বাংলাদেশিরা লা লিগা কর্তৃপক্ষকেও সম্মান দেওয়ার জন্য জানাচ্ছে ধন্যবাদ।
এছাড়া প্রতিবারের মতো এবারও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল সার্চ (অনুসন্ধান) ইঞ্জিনে ডুডল প্রদর্শন করা হচ্ছে। এতে লাল-সবুজের বক্সের মধ্যে সাদা বর্ণে গুগল লেখা এবং উপরে অর্ধচন্দ্রের বৃত্তের মাঝখানে লাল-সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা।
রবিবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এটি চালু করেছে, যা ২৬ মার্চ দিনব্যাপী থাকবে।