পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড। সিরিজ শুরুর আগে ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। কিন্তু সিদ্ধান্ত বদলেছে তারা।
২৪ আগস্ট ঢাকায় পা রেখে তিনদিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকবে টিম ব্ল্যাকক্যাপস। এর পর ২৯ তারিখ ম্যাচ খেলতো। এভাবেই শিডিউল সাজানো থাকলে কিউইরা জানালো, প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা। অনুশীলন করে সরাসরিই মাঠে নামবে।
বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হলেও নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের কোনো ক্রিকেটার নেই দলে। সেই হিসেবে তাদের চেয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ এটি।
বিশ্বকাপের কেউ না থাকলেও করোনা পরিস্থিতি মাথায় আছে কিউইদের। অজিদের মতো শর্ত না দিলেও সার্বিক প্রস্তুতি দেখতে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসবে ১৭ আগস্ট।