বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে চাকরির সুযোগ

0
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে ‘জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে ঘরে বসেই আবেদন করতে পারবেন।

পদের নাম

জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিএ/বিএসসি/বিকম/স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ ও এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। ন্যূনতম ২০ থেকে অনূর্ধ্ব ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। প্রার্থীকে সাঁতার জানতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।

বেতন-ভাতা

নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত বেতন স্কেলে বেতন-ভাতা, বিনা মূল্যে আহার, বাসস্থানসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে (http://army.teletalk.com.bd) আবেদন করতে হবে।

ছবি: বিজ্ঞপ্তি

আবেদনের শেষ তারিখ

২৩ সেপ্টেম্বর ২০২১।

সেনাবাহিনীর চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন