বাইক দুর্ঘটনায় বালাক পুত্রের মৃত্যু

0
বাইক দুর্ঘটনায় বালাক পুত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জার্মানি ও চেলসির সাবেক মিডফিল্ডার মাইকেল বালাকের পুত্র এমিলিও বালাক। পর্তুগালের লিসবনে বৃহস্পতিবার (৫ আগস্ট) ঘটনাটি সংঘটিত হয়।

সংবাদ সংস্থা দ্য মিররের সূত্রমতে, কোয়াড বাইক (সমুদ্রের পাড়ে চালানোর জন্য চার চাকার বাইক) চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। এমিলিওর বয়স ছিল মাত্র ১৮ বছর।

পর্তুগালের রাজনীতি লিসবনের দক্ষিণে ত্রয়া নামক জায়গায় ঘটনাটি ঘটে। ত্রয়া এলাকায় বছর খানেক আগে বাড়ি কেনেন সাবেক জার্মান অধিনায়ক বালাক।

তদন্তকারী পুলিশ জানায়, অসমান রাস্তায় বাইকটি চালাচ্ছিল এমিলিও। হঠাৎ নিয়ন্ত্রণ হারালে এমিলিও পড়ে যায় এবং চার চাকার গাড়িটি এসে পড়ে তার গায়ের উপর।

উদ্ধারকর্মীরা দ্রুত এসে নিচ থেকে টেনে বের করে। চেষ্টা করে তাকে বাঁচানোর। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ ত্যাগ করে এমিলিও।