বাঘের গর্জনে কুপোকাত ক্যাঙ্গারু

0
বাঘের গর্জনে কুপোকাত ক্যাঙ্গারু

জহিরুল কাইয়ুম ফিরোজ

অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে। অস্ট্রেলিয়া বাংলাদেশে এলো। অস্ট্রেলিয়া শর্ত দিলো। অস্ট্রেলিয়ার নতুন শর্ত। অজিদের আরও শর্ত। শর্তে শর্তে জেরবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জুলাইয়ের ২৯ তারিখ ঢাকায় পা রাখে টিম অস্ট্রেলিয়া। আগস্টের ১০ তারিখ ফিরতি ফ্লাইট। মাঝে ১১ দিনের সফর। অস্ট্রেলিয়া দলের স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সম্ভবত কেউই মনে রাখতে চাইবে না সিরিজটিকে। বাংলাদেশ এভাবে চমকে দেবে, চমক রূপান্তরিত হবে ধমকে, দেশের শিরোপা রাখবে দেশেই, কস্মিনকালে ভাবতে পেরেছিলো অজিরা?

অজিদের কথা বাদ। বাংলাদেশের ঘোরতর সমর্থকের কল্পনাতেও হয়তো ছিল অবজ্ঞার জবাব দিতে একটি অথবা দু’টি জয়। আগের চার দেখায় চার পরাজয়, পরিসংখ্যান বিপক্ষে। কিন্তু বাঘের ডেরায় বাঘের দিনে ছাড় পায়নি কেউ কখনও।

“তুমি দুঃখ দিয়ো আমায়। আমি ভালোবেসে যাব দ্বিগুণ উৎসাহে…”

বাংলার ক্রিকেটাররা মনে মনে এই শপথই করেছিল বোধকরি। দেশের ঘোর ক্রান্তিলগ্নে চারিদিকে মৃত্যুর মিছিলে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন; সমালোচনায় জর্জর বোর্ড। দায় মুছলেন সাকিব, রিয়াদ, আফিফরা। হাসি ফোটালেন হাসতে ভুলে যাওয়া বাঙালির শূন্য বুকে। আর্তনাদ পরিণত হলো উল্লাসে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের জয়টাকে অঘটন বলেছে সকলেই। ঘন্টা চব্বিশের ব্যবধানে দ্বিতীয় জয়ে অঘটনের ফেনা তোলা মুখের সংখ্যা কমেছে। টানা তৃতীয় জয়ে সকলে স্বীকার করলো, বাঘের গর্জনে কুপোকাত ক্যাঙ্গারু। চতুর্থ ম্যাচে এসে সাকিবের ভুলে ঘুরে দাঁড়ায় অজিরা। নামটা সাকিব আল হাসান। দায় মুছলেন পরের ম্যাচেই। ৯ রানে ৪ উইকেট নিলেন, মাত্র ৬২ রানে অলআউট হয়ে নাক কাটলো মাইটি অজিদের। পরাজয় ৬০ রানের!

পঞ্চম ও শেষ ম্যাচে শেরে বাংলায় টস জিতে ব্যাটিং নিলেন বাংলার দলপতি মাহমুদউল্লাহ। সৌম্যকে ওপেনিংয়ে না নামানোর সিদ্ধান্ত সঠিক প্রমাণ করলো নাঈম মেহেদির সাড়ে চার ওভারের টর্নেডো। প্রথমবার টি-টোয়েন্টির সত্যিকার আমেজ পেলো দর্শক। স্লো পিচে এরপর ফের ধীরতা। শেষ অবধি ১২২ এ থামে বাংলাদেশ। কে জানতো, এতটুকুই এভারেস্টসম হবে অস্ট্রেলিয়ার জন্য?

পাঁচ ছক্কা খেয়ে নির্ঘাৎ ঘুম হয়নি সাকিবের। হওয়ার কথা নয়। নইলে তো বাংলাওয়াশ হয়েই যেতো। আজ আগুন ঝরালেন পিচে, ঘাম ঝরলো অজিদের শরীর বেয়ে, ভয়ের চোরাস্রোত শিরদাঁড়ায়। ১৩.৪ ওভারে ৬২ রানে প্রয়াণ ঘটলো অজি ব্যাটিংয়ের। সিরিজ সেরা সাকিব আল হাসান।

ম্যাচ শেষে আজই বাড়ির পথে রওনা দেবে টিম অস্ট্রেলিয়া। লজ্জায় মুখ লুকোবার জায়গাটুকু বাকি রাখেনি টাইগাররা, ইতিহাসের জমিনে অমলিন সৌন্দর্য্যের যে স্তম্ভ গড়লো, তা তো অজি দম্ভ চূর্ণ করেই…

আরো পড়ুনঃ

ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

ফুটবল বিশ্বকাপ কে কবে এবং কতবার জিতেছিল