লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার পর বদলে গেল কতকিছু। যে দশ নাম্বার জার্সি হয়ে গেছিলো মেসির ট্রেডমার্ক, সেটি এখন কাতালান ড্রেসিংরুমে পড়ে আছে শূন্যতায়। কে পরবে মেসির ছেড়ে যাওয়া দশ নাম্বার? বার্সেলোনা কর্তৃপক্ষ চেয়েছিল জার্সিটিকে চিরতরে তুলে রাখতে।
আলোচনার পালা শেষে বার্সার নতুন জার্সি উঠতে যাচ্ছে ফিলিপে কৌতিনহোর গায়ে। বার্সার ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পরে খেলার প্রস্তাব পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। আরেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো দল ছাড়ার পর বার্সেলোনায় গত ১৩ বছর ধরে ১০ নাম্বার জার্সি পরেছিলেন মেসি।
চলতি মৌসুমে মেসি ক্লাব ছাড়ায় শূন্য থাকে নাম্বার টেন। ফুটবলে ১০ নম্বর জার্সির মাহাত্ম্য বরাবরই ভিন্ন । এর মান রাখতে মান সম্পন্ন খেলোয়াড়কে এটি দিতে চায় ক্লাবটি। কৌতিনহোকে এই জার্সি পরে খেলার প্রস্তাব দেওয়ার অন্য কারণও আছে। সেটিই শাপেবর হয়েছে কৌতির জন্য।
দলের নিয়মিত সব খেলোয়াড়ের জার্সি নাম্বার জানিয়ে নিবন্ধন আগেই করে রেখেছে ক্লাবটি। কৌতিনহোকে রাখবেন কি রাখবেন না ভেবে এখনও নিবন্ধন করানো হয়নি নির্দিষ্ট নাম্বারে। শেষ পর্যন্ত থেকে যান। বার্সাও সিদ্ধান্ত নেয় দশ নাম্বার দেওয়ার। বার্সায় প্রথমে ৭ ও পরে ১৪ নাম্বার শার্ট পরে খেলতেন ফিলিপে কৌতিনহো।