বার্সা প্রেসিডেন্টকে প্রতারক বললেন অ্যাগুয়েরো

0
বার্সা প্রেসিডেন্টকে প্রতারক বললেন অ্যাগুয়েরো

লিওনেল মেসির সঙ্গে খেলবেন বলে বার্সেলোনায় আসেন সার্জিও অ্যাগুয়েরো। দলে একজন স্ট্রাইকার চেয়েছিল কাতালানরা, তার উপর খরচ হয়নি ক্লাবটির। এরচেয়ে বড়ো বিষয়, কৈশোর থেকেই মেসি-অ্যাগুয়েরোর রয়েছে বন্ধুত্ব।

ম্যানচেস্টার সিটিতে দারুণ সময় কাটান সার্জিও অ্যাগুয়েরো। তারাও কমতি রাখেননি কিছুতে। কিন্তু, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সার্জিও চেয়েছে মেসির সঙ্গে জুটি বাঁধতে। বিধিবাম! সে এলো, বন্ধু চলে গেল। অ্যাগুয়েরোও তাই এক মূহুর্ত থাকতে চান না, পারলে এখনই ক্লাব ছাড়েন।

বার্সা-মেসির চুক্তি শেষ হয় জুনের ৩০ তারিখ। ফের চাউর হয় খবর, মেসি বার্সা ছাড়ছেন। ভক্তরা বিশ্বাস রাখে, মেসি যাবে না। সেও থাকতে চেয়েছে। শেষ অবধি আর হলো না। লিগের নিয়মের মারপ্যাঁচে বলি হতে হলো ন্যু ক্যাম্পের অবিসংবাদিত নায়ককে।

যার জন্য আসা, সেই বন্ধুটিই নেই। সবার মতো অ্যাগুয়েরোও হতাশ। ক্ষোভ ঝাড়লেন ক্লাব সভাপতির প্রতি। হুয়ান লাপোর্তেকে রীতিমতো প্রতারক বললেন! প্রেসিডেন্ট হিসেবে এসে সবার আগে অ্যাগুয়েরেকে সাইন করায় কাতালান ক্লাবটি। বলেছে, মেসি থাকবে। একসঙ্গে দু’জন খেলবে। অথচ সে ঢোকে এক দরজা দিয়ে, অপর দরজা দিয়ে মেসি বের হয়।